বাঁশির সুরে হরি, রাঘু আর পান্না,
গিটার হাতে বিশ্বা, যতিন, কৃষ্ণ, কেশব আর মান্না।
সেতার নিয়ে মেতেছে রবি, নিখিল ভিলা, সুজাত সাথে উমা আর অনুষ্কা
বিনা বাজাই বালা বদরু আর কল্যাণ।
বিশমিল দোয়া, হরি আলি সেনাই হাতে
তাকিয়ে থাকে জগা হোসাইনের দিক চেয়ে।

শারদ গেছে আমজাদ , আকবর, আলাউদ্দিন, হাফিজ ও বিশ্বজিৎ ভাইয়ার আড্ডায়।
সেথায় দেখে তবলা নিয়ে সাফত,স্বপন, জাকির লতিব, আর আল্লা।

জলতরঙ্গের পাশে হিমা মোহন, রাম আর নির্মল,
ভলিনি(বেহেলা)আছে বিষ্ণু, সুভা, সাঙ্গীতা সাষ্টি আর কৃষ্ণার।
বিন্দু, সন্তোষ, ইন্দ্রা, আশিক আর সারঙ্গী খোঁজ করে
হারমোনিয়াম বাজিয়ে প্রকাশ, পুরুষ , জলগার
কবিতা এক জল সায়।