তুমি হাজারো ধর্ষকের
মাঝে প্রস্থান করছো একা।
কেউ সমাজ ধর্ষণ করেছে
কেউ বিচার ব্যবস্থা কে ধর্ষণ করেছে।
কেউ বা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে
রাজনীতির ধর্ষণ করে চলছে।
চারিদিকে চেয়ে আছে ধর্ষকের স্তূপ
একটা সুযোগের অপেক্ষায়।
ঘর থেকে বেড়িয়ে রাস্তায় যে মেয়েটি
ট্রামে বাসে ট্রেনে নিরপত্তাহীনতায় ভোগে
সেখানে মানুষের নিরাপত্তার ধর্ষণ ঘটেছে।
এরা মাতৃত্ব কে ধর্ষণ করতে ছাড়িনি,
ধর্মের ধর্ষণ ঘটিয়ে চলছে অবিরাম ভাবে।
এরা ছাড়িনি ছয় মাসের শিশু,
বা আশি বছরের বৃদ্ধা;
ঘটিয়ে চলছে নারীর নির্মম ধর্ষণ!
এরা যৌবনের পিপাসায় বা অর্থের পিপাসায় বা ক্ষমতার লালসায় ভুলে গেছে এরা মানব।
এদের বিবেকবুদ্ধি, মানবতা বোধ লোপ পেয়েছে অসহায় সমাজের বুক চিরে ;
প্রতি নিয়ত ধর্ষণ করে চলেছে মানবতা কে,
মানবতা হীন সমাজে হাজারো ধর্ষকের ভিড়ে;
তুমি নিজেকে হারিয়ে ফেলেছ তোমার অজান্তে।
তুমি আজ নিজেই ধর্ষিতা মানব গোষ্ঠীর অন্তঃকলাহলে।