মায়ের বউ খোঁজা
আধুনিক অব্দে আধুনিকা মা তুমি, আমি তোমার আজ্ঞাবহ ভৃত্য।
পেয়েছি নোকরি হেরে যাওয়া জীবনের অন্তিম পর্যায়ে।
এবার মা তোমার সুশ্রী বউ চাই,
লক্ষ টাকার বিনিময়ে আমি বিক্রি হতে চাই না মা,
মাগো তোমার ছেলে হয়ে সারাজীবন তোমার অনুগত দাস হয়ে থাকতে চাই।
তোমার সুন্দরী বউ এর কাছে বশীভূত হয়ে থাকার স্পৃহা নেই আমার।
মাগো তুমি আমায় লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারলে?
তোমারোতো মেয়ে আছে, তোমার বেলায় এমন ঘটবে যখন, কি করবে তখন তুমি মা।
যখন তোমার কাছে চাইবে দশ ভরী সোনা,
লক্ষ টাকা আর ঘর সাজিয়ে।