মহাপুরুষরা সংকটের মুখে
ইন্তিখাব আলম
আমরা লজ্জিত, এই সমাজের নোংরা আচরণে,
এখানে মূর্তি ভাঙা গোড়ার খেলা চলছে না,
এখানে চলছে রাজনীতির নামে, মানুষের হৃদয়ে
গেঁথে থাকা মহাপুরুষদের অসম্মান করে, সম্মানহানির চেষ্টা, আর মানুষ কে পথভ্রষ্ট করে সমাজকে অন্ধকারে ঠেলে ফেলার প্রয়াস মাত্র।
বহুদিন আগে জাতির জনক কে মেরেছিস,
তবুও মানুষ চুপ ছিলো,
মৃত্যুর পরে তখনও তোদের ক্ষুধা মিটে নি,
আবার সারা বিশ্বের সামনে কাশ পুতুল তৈরি করে পুনরায় গুলি করে মারলি, তবুও মানুষ চুপ।
দিন দিন তোদের অরাজকতা বেড়ে চলেছে,
হিংসা,বিদ্বেষ ভরাডুবি শুধু রাজনীতির নামে।
আসামে রবীন্দ্রনাথ ঠাকুর , ত্রিপুরায় সুকান্ত ভট্টাচার্য এর মূর্তি লাঞ্ছিত হয়েছে তোদের হাতে,
ভেঙে দিয়েছিস হিংসার নামে,
তবুও মানুষ চুপ থেকেছে, আর ধৈর্য ধরেছে তোরা শুধরে যাবি।
উত্তরপ্রদেশের মাটিতে আম্বেদকরের মূর্তি ভেঙে দিয়েছিস জাত পাতের নামে, তখনও মানুষ চুপ থেকেছে।
এবার বাংলায় এসে বাংলার বুকে থাবা বসালি,
যিনি আমাদের ভাষা দিয়েছে, তাঁর মূর্তি ভাঙলি।
ভুলে গেলি কি করে বিদ্যাসাগর বিখ্যাত জগতে ,
আর বাঙালি জাতির প্রাণপুরুষ।
হাজারো মূর্তি ভাঙবি, কালো কালি লেপে দিবি,
নজরুল, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, ক্ষুদিরাম, ভারতের বুকে আসা মহাপুরুষকে অসম্মান করবি।
সমাজ তোদের ছেড়ে কথা বলবে, ধৈর্যের বাঁধ ভেঙে যাবে সেদিন আবার তোরা লুণ্ঠিত হবি এই ভারতের বুকে।