মানুষ গ্রাম থেকে শহরের বুকে হানা দিয়েছে, সভ্যতার বিবর্তনের সাথে সাথে ভাষা, রুচির পরিবর্তনশীল।
গ্রাম শহরে, শহর মহানগরে পরিণত হচ্ছে,
সুখ, আহ্লাদে মানুষ আজ আরামপ্রিয় হয়ে উঠেছে।
শিশুরা শৈশবের খেলা হারিয়েছে, কৃষক জমিতে পুষ্টিকর খাবার ফলাতে ভুলেছে।
ঠাকুরমার জমানো রূপকথার গল্প শুনবার জন্য শিশুদের উৎসাহ হারিয়েছে।
মা সন্ধ্যা গড়িয়ে এলে ছোট্টছোট্ট ছেলেমেয়ে কে পাশে নিয়ে টিভির সিরায়ালে মেতেছে।
মানুষনামক জীবের অতি লালসার কারণে
সবুজ অরণ্য ধ্বংসের পথ বরাবর হাটছে।
সেই সবুজ অরণ্যে করখানা, অট্টালিকা
গড়ে ওঠে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে,তা বোঝার ক্ষমতা হারিয়েছে বুদ্ধিজীবী মানুষ।
অসংখ্যা জীবজন্তু বিলুপ্তের পথে, ধীরেধীরে মানুষ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে ।
এবার জীবনের চলার পথে,
মানবজীবনে লোডশেডিং উপনীত হওয়া অতি প্রয়োজন।