মানুষ গ্রাম থেকে শহরের বুকে হানা দিয়েছে,
সভ্যতার বিবর্তনের সাথে সাথে ভাষা,
রুচির পরিবর্তনশীল।
গ্রাম শহরে, শহর মহা নগরে পরিণত হচ্ছে,
সুখ, আহ্লাদে মানুষ আজ আরাম প্রিয় হয়ে উঠেছে।
শিশুরা শৈশবের খেলা হারিয়েছে,
কৃষক জমিতে পুষ্টিকর খাবার ফলাতে ভুলেছে।
ঠাকুর মার জমানো রূপকথার গল্প
শুনবার জন্য শিশুদের উৎসাহ হারিয়েছে।
মা সন্ধ্যা গড়িয়ে এলে ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে কে
পাশে নিয়ে টিভির সিরায়ালে মেতেছে।
মানুষ নামক জীবের অতি লালসার কারণে
সবুজ অরণ্য ধ্বংসের পথ বরাবর হাঁটছে।
সেই সবুজ অরণ্যে কারখানা, অট্টালিকা
গড়ে ওঠে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে,
তা বোঝার ক্ষমতা হারিয়েছে অতিলোভী মানুষ।
অসংখ্য জীবজন্তু বিলুপ্তের পথে,
ধীরে ধীরে মানুষ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে ।
এবার জীবনের চলার পথে,
মানব জীবনে লোড্শেডিং উপনীত হওয়া অতি প্রয়োজন।
অগ্র গতির ধারায় মানুষের থাকা বৈশিষ্ট্যাবলী,
স্বভাব, আচরণ পরিবর্তন মৃতপ্রায়।
হিংসা বিদ্বেষ মানুষের মধ্যে ছড়াছড়ি,
মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারাচ্ছে।
উন্নতির শিখরে অবনতি র হাতছানি,
শিল্প বিপ্লবের নামে প্রকৃত সম্পদের ধ্বংস,
এই উন্নত সভ্যতায় লোড্শেডিং
এবার ঘটানো র প্রয়োজন।
পুরান ঢেঁকির চাল আবার ফিরে আসুক,
দিদিমা ফিরে পাক রূপকথার গল্প।
সবুজে সবুজে ভরে উঠুক পৃথিবীর কোল,
নদী তার গতিপথ ফিরে পাক।
মানুষ আবার তাজা বাতাসে গন্ধে
নতুন ভরের সূর্য উঠা দৃশ্য,
পাখির গুনগুন শব্দে পৃথিবী আবার ভরে উঠুক।