পথে হলো দেরি
ইন্তিখাব আলম
হাজার পাতার গল্পে তোমার নাম লিখে চলেছি,
তোমার নামের প্রতি টা অক্ষরে ভালবাসার বিন্দু, স্বপ্নে এঁকেছি।
যখন তোমার নাম আমার খোলা হৃদয়ে আঁকলাম, জানলাম তোমার হৃদয় অন্য কারো অন্তরে আঁকা।
পথভোলা পথিক আমি, আমি একা পথের সঙ্গী,
আমি অমাবস্যার রাতে অন্ধকার পৃথিবীর সৌন্দর্য
দৃশ্য দেখেছি নির্জনে, দৃশ্যে অভিভূত হয়েছি।
দূর থেকে আগত মিটিমিটি আলো, গাছের ফাঁক দিয়ে উঁকি মারার সময়, গাছের ডালপালা, শাখা প্রশাখার অপরূপ লাবণ্য অন্ধকারে তা অবেক্ষণ করেছি।
সেই রূপ, রূপকথার নায়িকাকে হার মানায়, সেই
রূপ তোমার মাঝে অঙ্কন করে তোমাকে পেতে চেয়েছি।
তুমি পূর্ণিমার চাঁদ দেখেছ, ওই চাঁদের মধ্যে তুমি
নিজেকে কোনদিন খোঁজ করো নি।
আমি দেখেছি ওই চাঁদের গায়ে লেগে থাকা অলঙ্কে
ছোটা ছুটির সময় তোমার রূপের মাধুর্য।
সেই রূপের বর্ণনা দিতে গিয়ে আমি ভাষা হারিয়ে ছি,
যে রূপ শুধু খুঁজেছি, আর তোমায় ভালবেসে ফেলেছি।
ধরণীর যে প্রান্তরে গিয়েছি, নদী, পাহাড়, পর্বত,
ধু ধু মরুভূমি, সর্বত্র তোমার সৌন্দর্য তাদের সাথে
মিলিয়ে ছি, তাদের মধ্যে তোমাকে পেয়েছি।
অবশেষে যখন তোমাকে বলবার সাহস পেলাম,
তুমি অন্য কারোর পৃথিবী, অন্য কারো ভালবাসা। তোমার রূপের বর্ণনা খোঁজ করতে গিয়ে অনেকটা
আকাঙ্ক্ষা, পথের মাঝেই শেষ।
তবুও তোমাকে ভুলে যাবো না, এই পথ কে ভালবেসে আবার এগিয়ে যাবো, তোমার রূপের সৌরভের খোঁজে।