কৃষ্ণকলি আজ হঠাৎ করে
খুব তোমার কথা মনে পড়ছে।
তোমায় কোলো ওষ্ঠে ভোরা চুম্বন,
স্পর্শ করছে আমার প্রতিটি অঙ্গে।
কৃষ্ণকলি আজ তোমাকে নিয়ে,
গান লিখতে ইচ্ছে করছে খুব।
তোমার লাল শাড়ির আঁচল,
ছুঁয়ে যাবে আমার আননে।
কৃষ্ণকলি তুমি আবার,
আমাকে ভালবাসার
অনুভূতি জাগাবে;
তোমাকে নিয়ে আমার
লিখা গানের মধ্যে।
কৃষ্ণকলি ফেলে আসা ভুল গুলি
ভুলে যেতে পারো না?
পুরানো ভুল গুলি বিসর্জন দিয়ে
নতুন করে তুমি আমার হতে পারো না?
কৃষ্ণকলি আজ হঠাৎ করে
খুব তোমার কথা মনে পড়ছে ।।