ভারতীয় সন্তান

দেশ বিপ্লব,  স্বাধীনতা, নৈতিক বাক্য,
এই সব আজ হাস্যকর বস্তু।
আমরা চাই সুন্দর একটা ভারতবর্ষ,  
যেখানে তুমি-আমি স্বাধীন।  
যে ভারতবর্ষের স্বপ্ন দেখতো,
স্বাধীনতা সংগ্রামী বীর সৈনিকগন।    
স্বাধীনতার লড়াইয়ে   ওরা স্বপ্ন দেখতো
ভারত মাতার মধ্যে কোন  নিষ্ঠুরতা থাকবে না,  
থাকবে না হিংসাত্মকবোধ, থাকবে না হিংসা রাজনীতি,
না থাকবে  অসহিষ্ণুতা, থাকবে না মা বোনের ধর্ষণ।

সত্যিই কি প্রানের ভারতবর্ষকে ওই রাজনীতির
মানুষগুলো সংগ্রামীদের স্বপ্নের  ভারতবর্ষ হতে দিয়েছে?
যেখানে  একশ্রেণির  মানুষ নিজের স্বার্থে ,
ভারত মায়ের দুই সন্তান কে
বাধ্য করছে হিংস্রাত্বের লড়াই
এ মাতলামি করতে।
সিংহাসন বসে মুনাফা লুটকারি
সে কি কখনো ভেবে দেখেছে,
দুই ছেলে হারা মায়ের বুকের অসহায় কান্না।

দেশ শাসনের মূলনীতি যদি মায়ের কান্না হই,
তাহলে অসহিষ্ণুরা দেশপ্রেমী।
রাজনীতি নামে চলছে সুবিধা ভোগের  খেলা,
ভারতবর্ষকে ক্ষত বিক্ষত করছে শাসনের নামে।  
দেশ জুড়ে  সৃষ্টি হচ্ছে অসহিষ্ণু পরিবেশ,
চলছে মা বোনের নির্মম ধর্ষণ।
ধর্ষণে খোঁজা হচ্ছে জাত, পাত,
ধর্ম ও কোন রাজনীতির সদস্?  
এই গুলি কি সমাজের  মূল রাজনীতি?

ভয় হয় ভাবতে  ওই অসহায়
গর্ভবতী মেয়েটি কথা ভেবে,
ওরা পেট ছিড়ে  ঘুমন্ত ভ্রুণটকে  ত্রিশূলের ডোগায় নিয়ে,
আনন্দে আত্মহারা হয়ে  ছুঁড়ে ফেলে দিয়েছিলরাস্তায়।
তন্দ্রাগত অঙ্কুরটিকে  পৃথিবী মায়া জাল থেকে
বঞ্চিত করে  দিল ওরা।
তোমরা কি বলতে পারবে ওই  শিশুগুলির অপরাধ কি ছিলো?
যেখানে ধর্ষণে বলি হচ্ছে নরপিশাচ    হাতে প্রতিদিন।
ওরা পৃথিবী আলো দেখতে পায় না অবৈধ প্রেম থেকে,
সৃষ্টি হওয়া প্রস্ফুটিত  বাচ্চারা।  


অসহায় যুবতি  কে যাতপাতের নামে,
জনাতার সম্মুখে  উলঙ্গ করে পিটানো হল,
কেউ কিচ্ছু বলল না।
অসহায় হয়ে পুলিশের কাছে
সাহায্য  এর জন্যে ছুটে গেল,
তাদেরই সামনে নির্মম ভাবে
অসহায় পরিবার টাকে  জনসমক্ষে পিটানো হল।
ওরা চেয়ে দেখেছিল ওই নিয়মরক্ষা কারি নামে দেশপ্রেমীরা।

ধর্মে ধর্মে চলছে হিংসার খেলা,  
গড়ে উঠছে অসহিষ্ণু পরিবেশ,
কেউ কিচ্ছু বলছে না।
নির্বাক দর্শক হয়ে মজা
দেখছে সাধারণ মানুষ।  
এই খেলার মজা টা লুটছে মিডিয়া গুলি
সমালোচনা মেতেছে কাব্য
সাহিত্যিক মহল থেকে শিল্প মহল।
কিন্তু অন্যায় কারি দের কোনো
শাস্তি হচ্ছে না, সবাই নীরব।
সমালোচনা আর সমালোচনা
নিয়ে মেতে উঠেছে বুদ্ধিজীবী মহল।
কিচ্ছু বলার নেই কেননা,
আমরা ভারত মায়ের হতভাগা সন্তান।
ভারতবর্ষের বুক চিঁড়ে রক্ত প্রবাহিত হচ্ছে,  
সংগ্রামীদের স্বপ্নের ভারতবর্ষ আজ লাঞ্ছিত।  

ওগো ভারত মা তুমি ভেঙে পড় না,
তোমার ছেলেদের বলিদান বৃথা যাবে না।
তোমার শরীরের ভীতর থেকে রক্তের দাগ মুছে,
তোমার কষ্ট, গ্লানি একদিন দূর হবে স্বৈরাচারীর হাত থেকে।   ।