এই সুন্দর ধরণীর বুকে, তোমার প্রেম,
ভালবাসা, আবেগ সবকিছু মিথ্যে।
তাই মিথ্যার পৃথবীতে একটা সান্তনা চাই,
তুমি আমার নও।
পঁচিশ বছরের ভালবাসার কাছে তোমার
আড়াই বছরের ভালবাসা আমার কাছে
অর্থহীন, মূল্যহীন।
তাই একটা মিথ্যা সান্তনা চাই,
তুমি আমার নও।
গভীর সাগরের ডুবান্ত জাহাজের এক অসহায় নাবিক আমি।
মৃত্যুর মুখ থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে,
নিজের কাছে আগলে ধরে রাখতে চাই।
তোমার সঙ্গে অনেকটা পথ চলতে ইচ্ছে হয়,
ইচ্ছে হয় সাগরতলে ভেসে যেতে
অনেকটা রাস্তা তোমার সঙ্গী হয়।
পঁচিশ বছরের ভালবাসা কে জিতিয়ে,
তোমার ভালবাসা কে হার মানিয়েছি ।
এর জন্য আমার কোন কষ্ট, দুঃখ,
কোর প্রতি আক্রোশ নেই।
তোমার কাছে আমি অপরাধী,
কিন্তু পঁচিশ বছরের ভালবাসার কাছে আমি মুক্ত।
আমি তোমাকে ঠকিয়েছি ঠিক, কিন্তু আমার পঁচিশ বছরের ভালবাসা কে ঠাকাতে পারেনি।
আমি তোমাকে হারাতে চাই না, হারাতে চাই না পঁচিশ বছরের ভালবাসা।
এত সব কিছু ভুলার জন্য একটা মিথ্যা সান্তনা চাই, তুমি আমার নও।
১/০৬/২০১৭, ১০/৩৫