-
আমি নারী, সভ্যতার আদি কাল থেকে আমি লাঞ্ছিত।
দেহ, আননে অভূতপূর্বে আতঙ্ক অধিষ্ঠিত হয়।
এরপরও তোমাকে তৃপ্ত রাখার জন্যে,
আমার ভয়মিশ্রিত হাসি তোমার সামনে আমাকে উন্মুক্ত করতে হয়।

আমি নারী, গাঙুড়ের জলে ভেলা নিয়ে সিথির সিঁদুর মোক্ষ লাভের জন্য ভেসে গিয়েছিলাম।
আমাকে সতীত্বের অগ্নিপরীক্ষা দিতে হয়েছে, কেননা আমি নারী।
আমি নারী , বস্ত্রহরণের সময় আমাকে তোমার সম্মুখে আর্তনাদে ফেটে পরতে হয়েছে।

আমি নারী , কত রাত আমার অপ্রবৃত্তি থাকার পরে আমার নিথর দেহ তোমায় ভোগ করতে দিয়েছি।
আমি নারী, তোমাকে খুশী রাখার জন্য,
সকাল,বিকেল, রাতে ভিন্ন ভূষণে নিজেকে ব্যাঙ্গ চিত্রে সজ্জিত রাখি।

আমি নারী, বারবার খবরের কাগজের ধর্ষণের শিরোনামে থাকতে হয় আমাকে।
জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত তোমার অধীনে নিজেকে তোমার নামে আত্মত্যাগ করতে হয়।
আমি তোমাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করে জন্ম দিয়েছি,
তুবও তুমি আমাকে ভুলে যায়, আমি তোমার মা, আমি নারী।

হে মানব সভ্যতার মহা মানব, আমি নারী আমাকে সম্মান দাও,
আমাকে আর পর্দার আড়ালে লুকিয়ে রাখনা।
ভুলে যেও না, আমি নারী, আমি তোমার মা, আমি তোমার বোন, আমি তোমার বউ।
আমাকে তুমি দেবী রুপে পূজিত করো,
তবুও কেন আমাকে নিয়ে জঘন্য খেলায় তুমি মত্ত।

সময় -সকাল ১১.৩১, তারিখ - ২৯/০১/২০১৭