মোর পৃষ্ঠদেশ কেঁপে উঠেছে
অজানা ভূমিকম্পে।
আমার হৃদয় ভেঙে গেছে
অজ্ঞাত ঝড়ের আঘাতে।
সুনামির স্রোতে ভেসে গেছে,
মোর দুই সন্তান রাম আর রহিম।
তারা দুজন দুজনের নেত্রপাত করে না আর,
তারা আজ দুজন দুজনের কাছে দ্বিষৎ,
আমি সেই তাদের অসহায়
বৃদ্ধ পিতা আমি ভারতবর্ষ ।
ধর্মের দোহাই দিয়ে যারা,
মোর দুই সন্তান কে বাগ্যুদ্ধ করেছে,
তারা ধর্মের নয় তারা অধর্মের।
যারা আমার সন্তান কে নিয়ে রাজনীতি করছে
তারা রাজনৈতিক নয়, তারা অসহিষ্ণু।
যারা ভুলে গেছে ধর্মের প্রবিত্রতা ,
ভুলে গেছে রাজনীতির অহিংসার ভাষা,
তারা মোর মর্মে ঋষ্ট অপেয়া ।
সেদিনের মতো মোর ক্ষেত্রে দুই ভাই খেলা করছিল, একসঙ্গে স্কুল গিয়েছিল।
আর তারা যুগপৎ হয়ে খেলা করেনা,
স্কুল যায় না।
মোর দুই কৃষক ছেলে একত্রে মাঠে কাজ করত,
তারা পরস্পরের সংস্পর্শে মাঠে কাজ করতে যায় না।
মোর বক্ষঃস্থলের জমেছে শূলানি,
পূর্তি হয়েছে অস্পৃশ্যতায়।
দৈবাৎ জ্বরে মোর অঙ্গপ্রত্যঙ্গ মূর্ছা গিয়েছে
ভাষার কন্ঠ ধীর , আমি অবিচলিত
এবার অধর্মদের ধর্মের অবগতিতে নয়, অসহিষ্ণুদের সহিষ্ণুর পরিচয়ে নয়,
তাদেরকে অপরাধীর চোখে দেখা হোক।
মোর দুইধর্মের দুই ছেলের বন্দনায়
কোনো কূটনীতি আর নয়।
এবার রুখে দাঁড়াতে হবে মানুষ হয়ে,
কোন ধার্মিক হয়ে নয়।
সময়- ১০.৪৫ pm, তং- ৮/১/২০১৭