আমি নির্লজ্জ প্রেমিক
ইন্তিখাব আলম

আমি  উন্মাদ, পাশ্চাত্য সভ্যতার নব্য প্রেমিক ,
আমি তার শরীরের মায়াবী ঘ্রাণে আকৃষ্ট।
আমি পৈশাচিক, আমি অসুর তার প্রেমে,
আমার নিশপ্যাণ অন্তরে তার অধিষ্ঠান।

আমি বর্তমানের বাতুল সুবেশ পুরুষ,
আমি নির্লজ্জ, আমি প্রেমিক।
ভালো বাসার অর্থ কায়িক স্পৃহা,
ত্তষ্ঠাকার অঙ্গে ঐন্দ্রজালিক চুম্বনে ভরপুর।

ঠোঁটের মধ্যে দংশন, আর শান্তির খোঁজ,
গাঢ় আলিঙ্গনে বক্ষের স্পর্শ উন্মাদ করে তোলে।
বক্ষদেশের পত্রবৃন্ত, মেরুদেশের আঁকশি
ত্বরান্বিত করে শরীরে প্রবাহিত  রক্তের গতি।

     NEXT PART COMING SOON