অকুল প্রিয়া, ওরে প্রিয়া,
আয় না আমার কাছে,
ধরনা আমার দুটি হাত,
থাকবো তোর সাথে।
খেয়ালী রাতে চাঁদের আলোয়,
তোর মধুর মুখের দিকে চেয়ে
কাটিয়ে দিব রাত দ্বিপ্রহর,
ভালবাসার জাল বুনে।
ওরে সখী, আমি মনের দুখী,
জানিস কেমন করে।
সখী বলে ডাকি তোরে,
পায় না সাড়া তোর।
মনের সাথে করিস খেলা,
বুজলি না আমার মনের জ্বালা।
স্বপ্ন গুলি দিস ভেঙে,
ওলটপালট করে।
থাকবো না আমি বুজবি সেদিন,
কি হারালি তুই।
রাতে বসে কাঁদবি একা,
থাকবে না পাশে বসে কেউ।
সময় -রাত্রি ১০টা ০২, তারিখ-৯/০২/২০১৭