তুমি এসো না আমার নীড়ে,
আমি তোমার নীড়ে যাবো।
তুমি কষ্ট করে বেসো না ভালো,
আমি তোমায় ভালবাসা দিবো।
তুমি যদি হও, ওই আকাশের পাখি,
আমি ওই পাখির ডানা হব।
তুমি আমায় গল্প বল না,
আমি তোমায় গল্প দেব।
কষ্ট করে লিখো না কবিতা,
উপহার হিসাবে তোমায় কবিতা দেবো।
তোমার উপন্যাসে খোঁজো না নায়ক,
আমি তোমার উপন্যাসের নায়ক হব।
ভাষায় ভাষায় ভরিয়ে দিতে চাই,
তোমার প্রেমের অনুরাগ।
পাখিগুলির ওই গান গুলি হবে,
আমাদের প্রেমের অনুরাগের সুর।
তোমার প্রেমের স্পর্শে, তোমার জন্য,
হারিয়ে গিয়ে হবো নিরুদ্দেশ।