মেয়ে আমার অত্যন্ত প্রশংসনীয়,
কি বলবো তোমায় এইতো মেয়ে আমার ক্লাস ফাইভে।
রেজাল্ট মেয়ের অসাধারণ, প্রতিটা বিষয়ে নাইনটি ফাইভ।
ক্লাস সিক্সতে সবার আগে রোল নম্বার হয়েছে এক।
মেয়ে আমার অতি প্রশংসনীয়, বলবো কি তোমায়,
মেয়ে কে এবার আলাদা আলাদা টিউশন দিয়েছি, গণিত স্যার, ইংরেজি স্যার, আলাদা করে বাংলাটাও।
মেয়ে আমার সেভেন টা খুবই ভালো,
আর এইট তো একেবারে আউটস্টান্ডিং।
মেয়ে আমার অতিশয় সবার প্রিয়,
সবাই দেখাল আমাকে স্বপ্ন মেয়ে অনেক বড়ো হবে, অনেক দূর যাবে।
তাই তো স্বপ্ন দেখলাম আমি, মেয়ে আমার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর কত কী।
বলবো কী ক্লাস নাইনে কি যে হলো,
মেয়ে আমার পিছেয়ে গিয়ে রোল নম্বার পনেরো।
মেয়ে আমার হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ,
বললো মেয়ে যদি না দাও তোমার মেয়ের বিয়ে,
পালিয়ে যাব ভালবাসার সাথে।
শুনে আমার মাথার এলো চক্কর ।
কাঁদতে কাঁদতে মেয়ে, জান মা ছেলে টা খুবই ভাল, পাড়ার ছেলে।
স্কুল যাবার সময়, টিউশন এর পথে ছেলেটি আমাকে ভালবাসার কথা বলতো।
কখন যে প্রেমে পরলাম বুঝতেই পারলাম না।
মেয়ের দিকে তাকিয়ে, সমাজের দিকে চেয়ে ধুমধাম করে দিয়ে দিলাম বিয়ে।
পরের বছর মেয়ে আমার ছেলের মা,
মাধ্যমিক টা যেমন তেমন করলো পাস।
সর্বনেশে প্রেমে হারিয়ে গেলো স্বপ্ন আমার।
মেয়ে আমার খুব প্রশংসনীয়।
সময়- রাত্রি ৯.২১. তং ২৬/০১/২০১৭