আমি বদ্ধ ঘরের জানালায় বসে অন্ধকার সমাজের বুকে মুক্ত আলোর খোঁজ করছি।
সমাজে ধর্মের নামে হানাহানি, মৃত্যুতে আমি আতঙ্কগ্রস্ত।
খবরের কাগজ গুলি ধর্ষণে শিরোনামে রক্তাক্ত,
ভয় হয় ভাবতে তাদের কথা ভেবে যারা আজ ধর্ষিতা।
আমি শিশু, আমি সাবালিকা, আমি বৃদ্ধা, আমিই নারী,এই সমাজের বুকে আমি পিশাচ গুলির যৌবনের খাদ্যরুপে ব্যবহিত ।
দেশ, সমাজ, অন্ধকারের দিকে হাঁটছে,
প্রতিবাদী ভাষার মৃত্যু ঘটছে প্রতিনিয়ত।
আমি জানালার ধারে বসে সমাজের দিকে চেয়ে আছি, যেখানে থাকবে না ধর্মের নামে হিংসা, নারীর ধর্ষণ।
আমি মুক্ত হতে চাই, আমি সুন্দর বাতাস, আলো চাই, আমি স্বাধীন ভাবে ঘর থেকে বেরিয়ে আবার মুক্ত আলোয় ফিরতে চাই।