আমি কবিতা লিখেছি
তোমাকে নিয়ে,
বর্ষা বাদল দিনে
একাকীত্ব হয়ে
ঘন কালো মেঘেদের
দিকে এক মনে চেয়ে।
আমি তোমাকে ভাঙা
কর্কশ কণ্ঠে শোনাব বলে,
আমার হৃদয়ে অন্তরালে
গছানো কিছু কথা ,
কবিতা রূপে তোমাকে দিলাম।
কবিতার প্রতিটি শিরায়
তুমি ছিলে,
শুধু তোমারই নাম
লেখা ছিল কবিতার পাতায়।
কবিতায় শুধু ভালবাসার কথা ছিল ,
তোমার আর আমার ভালবাসা,
আর লেগে থাকা মুখের চুম্বন।
সেই বর্ষার ঝিরঝির বৃষ্টি তে,
আর বৃষ্টির টাপুরটুপুর
শব্দে তুমি আমি ভিজবো।
আর তুমি এতোটাই
আনন্দে আত্মহারা
হয়ে পড়বে যে কখন যে
আমাকে তুমি জড়িয়ে
ধরবে তুমি বুঝতেই পারবে না।
আর তারই মাঝে তোমার
ভেজা লাল ওড়না
আমার আননে ছুঁয়ে যাবে।
কবিতার পাতায় এক স্বার্থহীন
এবং পরিপূর্ণ ভালবাসা,
মনের মধ্যে ফুটে উঠেছিল
শুধু তোমাকে ঘিরে।
কবিতার প্রতিটা শব্দ হয়তো
এলোমেলো ছিল,
অথবা কবিতার লাইন গুলি
ঠিকঠাক সাজানো ছিল না।
কিন্তু কবিতায় প্রতিটা লাইনে
আমার অনুভূতি
শুধু তোমাকে ঘিরে।
তুমি আমার কবিতা হয়ত
বুঝতে পারোনি বা বুঝেও বুঝ নি।
আমার কবিতা শুধু কবিতায় হয়ে
থেকে গেছে, ভালবাসা হয়ে ওঠেনি।