স্বপ্নের পরী তুমি ভালবাসার কথা বলছ ,
সেটা তুমি আমাকে দাও নি, কেন জানি না?
চাতক পাখি যেমন বর্ষার জলের দিকে তাকিয়ে থাকে , একটু জল পানের আসায় ,
আমি তাকিয়ে আছি তোমার সুন্দর - নীরব ভালবাসার পাওয়ার আশায় ।
বৃষ্টিহীন মরুভূমির ধু ধু প্রান্তরে ,
তুমি মরীচিকার মত দাঁড়িয়ে আছো--।
আমি সেই মরীচিকার ভালবাসার পাবার জন্য,
হন্যে হয়ে ছুটে যাচ্ছি ,
মরীচিকার কাছে যেতে না যেতে মরীচিকা কোথায় যেন হারিয়ে যাচ্ছে,
কিছু বুঝবার আগে , তুমি একটা অট্টহাসি দিয়ে ,
আবার ছুটে পালিয়ে যাও দিগন্তের দিকে।
আবার স্বপ্নের অঘোরে তোমাকে পাবার আশায় পিছু নিই ,
কি বোকা আমি তাই না ?
কখনো মনে হয় -তুমি আমার অবুঝ প্রেম টাকে,
আপন করে কাছে টেনে নিয়ে আদরের বিছানায়,,
আগলে ধরে রাখতে চাও।
কখনো আবার নীরস হয়ে পড়, ক্লান্ত পথিকের ন্যায়।
আজ তুমি অজানা অচেনা পাহাড়ে শেষ সীমানায় দাঁড়িয়ে,
রূপকথার পরী দের মতো উজ্জ্বল হয়ে ফুটে ওঠো,
স্বপ্নের অঘোরে, হাতছানি দিয়ে
আমি সেই পাদদেশ থেকে বলছি তোমাকে ভালবাসি,
ফিরে এসো, লক্ষ্মীটি একবার।
কাকুতিমিনতি করার পরেও ক্ষণিকের মধ্যে হারিয়ে যাও,
সত্যি ই বোকামি ।
পাদ দেশে র নিচে দাঁড়িয়ে থাকা পর্বত আরোহী ,
আমার দিকে করুন চোখে তাকিয়ে
ওরা হয়ত ভাবছে , ছেলেটা উন্মাদ -পাগল ।
হা আমি উন্মাদ পাগল ,তোমাকে পাবার জন্য ,
শুধু ভালবাসার পাবার জন্য ।