ফিরা যাবে না
- ইন্তিখাব আলম
ইচ্ছে ছিল তোমার হাত ধরে
অনেকটা পথ এগিয়ে যাওয়া,
সেই ইচ্ছে র মধ্যে কোথাও যেন
হতাশার সৃষ্টি হয়েছে মনের গভীরে।
দুজনের ভালবাসার মধ্যে কোথাও
কম পড়ে গেছে, অনেকটা সময় গড়িয়ে
যাবার পর বুঝে উঠতে পারিনি।
ইচ্ছে গুলি আর আগাতে চাই না,
তবুও এগিয়ে নিয়ে যেতে হবে,
ইচ্ছার বিরুদ্ধে, সেখান থেকে আর ফিরা যাবে না।
অনেকটা রাস্তা পেরিয়ে আমি ক্লান্ত, আমি দুর্বল,
এবার যেন ভালবাসা হীন রাস্তায়
একাকী নিজেকে সঙ্গী করি।
নিজেকে অন্ধ ভালবাসার রাস্তায় আবদ্ধ করে নিয়েছি,
ইচ্ছে থাকলেও নির্জন রাস্তায় ফিরা হবে না।
তোমার স্নেহ মায়া মমতায় নিজেকে আবদ্ধ করে ছি,
তোমার ভালো চেয়েছি প্রতিটি সেকেন্ড।
তুমি বুঝতে পারো নি, তুমি ভেবেছো
ভালবাসার সুযোগ নিয়ে তোমাকে দাবিয়ে
রাখার চেষ্টা করেছি।
বারবার তুমি ভুল বুঝেছ, আমি ব্যর্থ হয়েছি।
তোমার সফলতা আর ব্যর্থতা আমার কাছে তুমি লুকিয়ে রাখো, সত্যিই আমি অসফল ভালোবাসায়।
আমার অসফল ভালবাসা আজ ক্লান্ত ,
তবুও ভালবাসতে চাই।
ইচ্ছে রা না ধরা দিলেও তবুও ভালোবাসতে হবে,
সেই দুর্গম পথ অতিক্রম করার পর আর ফিরা যাবে না।