হঠাৎ করে ফোনটা বেজে উঠলো,
একটা অজনা নম্বার থেকে কল এসেছে।
ফোনটা রিসিভ করতেই একটি অচেনা মেয়ের,
কন্ঠ অপর প্রান্ত থেকে ভেসে এলো।
আমি জেনিফার বলছি||
এবার আমি তাকে চিনতে পেরেছি___
ছয় মাস আগে তাকে ফেসবুকে প্রেম নিবেদন করেছিলাম |
একটা অচেনা মেয়ে, তাকে কোনদিন দেখেনি,
শুধু বন্ধুদের কাছ থেকে নাম শুনেছিলাম, এবং
তাকে নিয়ে ভালো মন্দ গল্প||
তাতেই তাকে ভালোলেগে গিয়েছিল।
ফোনের অপরপ্রান্ত থেকে তার নাম শুনে,
চলন্ত সাইকেলটা থমকে দাঁড়ালো,
চারিদিক শান্ত হয়ে এলো।
আমি ইতস্তত হয়ে এতোদিন পরে হঠাৎ,
উত্তর এলো তোমার ডাকে সাড়া দিতে এলাম।
তুমি তো আর ফেসবুকে আর ম্যাসেজ করো না,
আগেতো অনেক রাতে করতে।
আমি বললাম যে দরজায় অনেকদিন ধরে,
কড়া নাড়লাম, মালিক এসে দরজা খুললো না,
সেখানে কড়া নাড়াটা বৃথা হবে নয় কি?
তুমি তো দারুণ কথা বলো দেখছি,
আমি!
হাঁ তুমি, তুমি ছাড়া ফোনের মধ্যে
অন্য কেউ আছে নাকি?
আমি হাসলাম।
শুনো,||
বলো
এখন তোমাকে ভালবাসতে পারবো না,
এখন ভালোবাসি এটা যেমন মিথ্যা বলা হবে,
তেমনি তোমাকে আই লাভ ইউ বলতে পারবো না।
আমাদের মধ্যে কথা হবে, পরিচয় হবে,
তুমি আমাকে জানবে, আমি তোমাকে জানব
তারপর না হয় ভালবাসাটা আসবে।
আমি বললাম হা অবশ্যই।।
তারপর বলো
কি বলবো?
যা কিছু
আমি বললাম আমার গলা শুকিয়ে আসছে,
কি বলবো খুঁজে পাচ্ছি না,
আজ না হয় থাক, পরে কথা হবে।
আচ্ছা ঠিক আছে পরে কথা হবে।।
ফোনটা রেখে দিচ্ছি তাহলে।
ওকে বাই।
বাই।