কলেজ ক্যাম্পাসে, বন্ধুদের সমাবেশে
যত রকমের উন্মাদনা, বিন্দাসভাবে,
উত্তেজনা , লেগে থাকা প্রতিদিনের কোলাহল,
সবকিছু থমকে গেছে চলা এই লকডাইনে।
করোনা ভাইরাসের তান্ডবের ফলে ,
চলা এই লকডাইনে, স্মৃতি চারণায়,
বদ্ধ ঘর থেকে বেরিয়ে পড়ছে , পুরানো অনুচিন্তন,
কলেজ ক্যাম্পাসের অলিতেগলিতে।
সবে শেষ হওয়া ফিফথ সেমিস্টারের পরে,
বন্ধুদের আড্ডায় ক্যানটিনের টেবিলে,
অপূর্ণ স্মৃতি গুলি হাতছানি দিয়ে ডাকছে।
সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে, যেন ফিরে যায় ,
কলেজ ক্যাম্পাসে বন্ধুদের সমাগমে।
কলেজ, হস্টেল, ভালবাসার বন্ধুদের ছেড়ে,
ফিরতে হয়েছে পরিবারের কাছে করোনার অভিপ্রায়ে।
একফালি হাসি মুখে, স্মৃতির খাতা উলটে দেখছি,
পুরানো তরতাজা স্মৃতির এ্যালবাম।
ক্লাস শেষে হৈ-হুল্লোড় করে বেরিয়ে পরে ক্যানটিনের আস্তানায়।
কেউ দিচ্ছে চায়ে চুমুক, কেউ বা দিচ্ছে সিগারেটে টান,
চিপস , চকলেট, আইসক্রিম নিয়ে বন্ধুদের মধ্যে কাড়াকাড়ি, লুটেপুটে যেন খায়।
কলেজ ক্যাম্পাসে, গেটের বাইরে দাদুর পুচকা নিয়ে বন্ধুদের সাথে সন্ধি, চল দেখি কে বেশি খায়।
কোন একদিন, ক্লাস ফাঁকি দিয়ে, বন্ধুদের সাথে
ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হঠাতি করে নিতাম।
কখনো সিনেমা হলে, কখনো বা পার্কে
বন্ধুদের সাথে আড্ডা টা কিন্তু বেশ জমতো।
ওদের জন্মদিনে, ক্লাস রুমের ভিতরে,
হৈ-হুল্লোড় করে, কেক নিয়ে মাখামাখি,
সব দৃশ্য আজও জ্বলন্ত।
সময় মতো গিয়ে রোজ লাইব্রেরী রোমে,
সেই পড়াশোনার মনোরম দৃশ্য,
জ্বলজ্বল করে পর্দার মতো ভেসে ওঠে চোখের সামনে ।
আমরা উন্মুক্ত, আমরা চঞ্চল, আমাদের মধ্যে
পোড়াশুনার ফাঁকে ক্লাস রুমে চলত বন্ধুদের প্রেমের গল্প।
কখনো বা বেলাশেষে রাজনীতি নিয়ে তরতাজা লেগেই থাকত রোজ।
একলা ঘরে বসে ভাবি, এই লকডাইনে,
হারিয়ে যাচ্ছে যেন বন্ধুদের ভালোবাসা।
বদ্ধ ঘর থেকে আমি একাকি আকাশ পানে চেয়ে,
তাদের নিয়ে গল্প লিখছি রোজ।
এই লকডাইন কাটিয়ে, করোনা কে জয় করে,
আজ নয় কাল আবার সবাই মিলে,
কলেজ ক্যাম্পাসে ফিরে যাব একদিন।
আবার পূর্ণতা ফিরে পাবে কলেজ ক্যাম্পাস,
বন্ধুদের সমাগমে।
বন্ধুরা তোরা যত দূরেই থাক, অন্তরে লেখা আছে, তোদেরেই নাম।
এই মহামারীর সময়ে, তোরা সকলেই ভালো থাকিস,
আমি তোদের বন্ধু, তোদের শুভ কামনা জানায়।
মন খারাপ করিস না।
আবার হৈ-হুল্লোড় হবে, আর কিছুদিন অপেক্ষা কর,
যেতে যেতে একটায় কথা বলি, stay home, stay safe.
Happy Friendship day.