তুমি জিজ্ঞাসা করো না, আমার ধর্ম কি?
আমার কি জাত আছে?
আমার ধর্ম বিশ্বাসে তুমি আঘাত হানো না,
আমার ধর্ম আছে আমার অন্তরে,
আমার সততার মধ্যে।
আমি দেশ কে ভালোবাসি,
আমার দেশের প্রতিটি মানুষ কে ভালোবাসি।
দেশের প্রতিটি প্রান্তরে থাকা মানুষগুলো কেউ আমার মা, কেউ আমার বোন, আমার ভাই।
তাদের মধ্যে আমি কোন ধর্মের খোঁজ করিনা,
খোঁজ করি মানুষ্যধর্ম, বিবেকবোধ আর মানবজাতির প্রতি অনুরাগ।