মনে পড়েছে আজ অমর একুশে ফেব্রুয়ারি,
বাঙালির কন্ঠে কন্ঠে শহিদের জয়গান।
মনে পড়েছে আজ, আমি গর্বিত আমি বাঙালি।
শহিদের রক্ত ছিনিয়ে এনেছিল আমার মাতৃভাষাকে, বুঝিয়ে দিয়েছিল বাংলা আমার প্রাণের ভাষা।
বাঙালি তরুণ তরুণীর রক্তে লেখা অমর একুশে উপহার দিয়েছে সারা বিশ্বকে
আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস ।
অমর একুশে আমি গর্বিত পূর্ণ বাঙালি,
বছরের বাকি দিন আমি অর্ধ অসহায় বাঙালি।
বাংলার গৃহ থেকে, বাঙালির খেয়ে, বাংলাটাই আসে না।
বর্ণপরিচয় ভুলে আজ, বাংলাটা আজ আমার যেমন তেমন,
বাঙালি হয়ে, বাঙালির সাথে জমিয়ে কথা বলি, হিন্দি বা ইংরেজি তে।
বাঙালি হয়ে বাংলার ঘরে ভুলে গেছি আমি বাঙালি।
আর নয় বাঙালি , হও চিরকালের বাঙালি,
অমর একুশের বাঙালি।
সময় -সন্ধ্যে ৭ টা ৪৩, সময় -২১/০২/২০১৭