এই লেখা টা তোমার প্রতি নয়
এই লেখা আমার আবেগ আর ভালবাসা ...।
আজ তুমি এভারেস্ট এর চুঁড়ায় ...।
আজ তোমার আশা , ভরসা
স্বপ্ন স্বার্থ লাভ হয়েছে......।
তোমার মধ্যে যে, আমার প্রতি ভালবাসা ছিল,
তা তুমি নতুন প্রেরণাদের মধ্যে ভাগ করে দিচ্ছ ।
আমি জানি একদিন এইভাবে আমার ভালবাসা ,
তোমার প্রতি , ফুরিয়ে যাবে ।
কিন্তু একটা জিজ্ঞাসা থেকেই যায় --
তোমার প্রতি, আমার ভালবাসা কি দিন দিন কমে যাচ্ছে ?
জানি এই মুহূর্তে , তুমি বলবে,
আপাতত আগের মতোই আছে।।
আমার প্রতি ভরসা রাখ, আমি তোমার,
চিরকাল তোমারেই থাকবো।
আমি জানি, তুমি আমায় ছাড়তে পারবে না,
একপলকের জন্য নয়।
হয়তো এই কথায় বলবে তুমি,
আমি তোমাকে ছাড়া একা পথ চলতে পারবো না,
পারা সম্ভব নয়।
কিন্তু তোমার মন অন্য কিছু চায় ----
সেটা বলতে পারবে না , বলতে পারবে না ,
আমাদের মধ্যে যা কিছু হয়েছে ভুলে যাও,
এটা এখন অতীত,
হয়তো তোমার রুচি তে বাঁধে,
তাই হয়তো দিনে দুই একবার ফোন দাও ,
হয়তো শতাধিক ম্যাসেজের একটা রিপ্লাই।
আমি যখন তোমায় ফোন করে, ভালোবাসার জন্য,
অপেক্ষা করি, তোমার দোয়ারে,
তুমি অনেক অজুহাতে বিরক্তিকর ভাব দেখিয়ে
ফোনটা রেখে দাও,
তারপরে হয়তো ডিসগাস্টিং বলে,
ফোনটা ছুড়ে ফেলো বিছানায়।
বিশ্বাস করো , তোমার ব্যবহারে আমি কষ্ট পাই না,
এই ভেবে তুমি ফিরতে পার আবার ,
কোন একদিন, কোনো সন্ধ্যায়
পল্লীকবির রমণী হয়ে।
আমি অভ্যস্ত হয়ে পড়েছি,
আমি অপেক্ষারত তোমার সম্মুখে।
আমার ফোন বা ম্যাসেজের রিপ্লাই,
তোমার কাছে আশা রাখিনা,
তাতে আমার কোনো রকমের এতটুকু
কষ্ট হয় না,
হয়তো চোখের কোনে আল্প জল ছলছল করে।
আমি জানি একদিন তোমার ফোন বা ম্যাসেজ কোনটায় আসবে না,
মোবাইল টা বোকার মতো চেয়ে থাকবে
একদৃষ্টে একটা ফোন কলের অপক্ষায়।
এতকিছুর পরেও
তবুও তোমায় ফোন করি , কেন জানি না,
হয়তো তোমায় নিজের থেকেও বেশি ভালবাসি ,
একটা সত্যি কারের আবেগময় ভালবাসা।
ইদানিং
তুমি জান না , তোমাকে একটা ফোন করতে গেলে দুবার ভাবতে হয়,
ভাবতে হয় তুমি যে আনন্দের মধ্যে ঘুরপাক খাচ্ছো,
সেই খুশির মধ্যে প্রবেশ করা এই মুহূর্তে ঠিক হবে?
আমি এখন হীনমন্যতায় ভুগি শুধু তোমার জন্য ।
আমি জানি , তুমি আমায় এখনও মনে রেখেছো অন্তরের মধ্যে,
যেদিন তুমি আমায় সত্যি সত্যি ভুলে যাবে ,আমি কষ্ট পাব না ।
হয়তো ভুলে গেছো,
এখন তোমার ফোন আসে না, আমিও ফোনটা ঘৃণায় ছুঁয়ে দেখিনা,
প্রতি মুহূর্তে হাজোরো রিংটোন কানে বাঁজে,
বিরক্তিকর ঘন্টার মতো।
আমি জানি জীবন টা একটা নাটকের মহড়া ।
এই নাটকের মঞ্চে কেউ ভালঅভিনেতা ,
কেউবা নাটকের নায়ক।
হয়তো এই নাটকের আমি ভাল অভিনয় করতে পার ছিনা, বা ভালো অভিনয় হয়ে ওঠে নি, তাই তোমার হৃদয়ে,
ভাল নায়ক হওয়া গেলো না।
হয়তো তোমার কাছে খলনায়ক হয়ে থেকে যেতে হল বছরের পর বছর ধরে।
তুমি বিশ্বাস কর আমি নায়ক হতে চেয়েছিলাম,
বাস্তবের নায়ক, কোনো খলনায়ক হিসেবে নয়।