ঠিক ৬ বছর বা ২১৯১ দিন
দীর্ঘ সময়
            বিচিত্র যাত্রাপথ.....
দূরবিন খুঁজে পায়না সেই বন্ধুত্বের জাহাজ
যাতে কখনো কী আমরা ছিলাম?

রিলেশানের জাহাজটা কোথাও ডুবেছে... নিশ্চই;
কেউ বলে দেয়নি, কোথায় !!
সেই ফেরিওলারও পাত্তা নেই
           যে আমাকে কাগজের নৌকা দেবে বলেছিলো
আর আমি তাকে একটা করে বেলুন দিতাম, মেঘলা দিনে..
তরপর সে উড়ে যেত পাখিদের দেশে, আকাশপানে চেয়ে ।

স্পীডোমিটারের কাঁটা পঞ্চাশ পেরোলেই এখন ভয় লাগে
না এখনো অমর নই,
তাই
খুব ভয় লাগে উড়ালপুলের অনির্দিষ্ট গতিপথে..
             হঠাত্‍ কোনো বাঁকে `রূপকথা` নেইতো ?
যে আশ্রয় চেয়েছিল কোনো জংলা নদীর কাছে;
            বানভাসি প্রেমের কবিতায় আমার সাথে,

তবু যদি চোখ চলে যায় মোহনায়,
                                        জানি সেখানে ঝড় আছে,
                                           আর হয়ত রূপকথা
তখন বুকে জমা পাথরেরা চিনচিনে সুরে জানিয়ে দেয় -
``প্রতি ক্যালেণ্ডারে বয়স বাড়ছে শরীরের,
    নদীর সাথে খেলার সময় আর নেই `` ।

না পাখিরা তাদের দেশ আমায় জানায়নি,
জানা হয়নি সূর্যাস্তের পর জাহাজের কোথায় মিলিয়ে যায়
আর ঝড়ের কাছে অমরত্বের সংজ্ঞা.....

তবু, তুমি চাইলে
আজ বলতেই হয়
                        প্রত্যাখিত অমরত্ব
                              সেতো
                 রেখেছি আজ তোমারই জন্য ॥