ডুবুরিরা নেমেছে;
প্রশান্তর প্রশান্তি ছিড়ে ভেসে যায়
কিছু জলজ-যান
তোমার খোঁজে,
নীল-রোদ্দুর;
ধুম পাহাড়ে বরফের শান্তিতে ..
কাল আবার ফিরে এসেছে বসন্ত,
মৌমাছি যত
নিয়ে এসেছে কত-শত মধু
উপহারে সাজিয়ে
তোমার তরে তোমায় খুঁজে,
উপত্যকা পেরিয়ে সবুজ প্রজাপ্রতি
এসেছে....
দিনক্ষণ.. শুভদিন জানতে,
নীল সাগর নিয়ে গেছে সব স্বপ্ন
ভাসিয়ে... ওর সাথে;
ঘুম ভেঙে তাই মনে হয় -
ভোরের স্বপ্ন যদি সত্যি হতো !!