'ভ' তে.......
____________________
ভালোবাসা তোর ভুলো মনকে
এখনো বুঝলি না,
জানলি না বাসী উচ্ছিষ্টে
ভাগ বসিয়েছে..
বেড়ে উঠছে নিষ্ঠুরতা,
ভালোবাসা কেন ধুপ ধুনো জ্বালিস
হিংসেকে নিয়ে..
যদি আবার তাতে উদ্ধার হয়
রাজ্যপাট;
হয়ত এবার জুটবে রাজযোটক !!
ভালোবাসা তোকে বললো লোকে পরকীয়া যখন
তুই তখন স্বচ্ছ ছিলি,
..........
আচ্ছা
'ভ' তে কি ভালোবাসা হয়
সবসময় ?!!