তুমি  .... মেঘের প্রাচীরে
-----------------------

নেশার ঘোরে সবাই মাতলামি করে
তোমায় না পেয়ে ;
অজস্র গালাগালিও দেয়,

মনে পড়ল.......
সবাই চেয়েছিল
তোমার চেরা সিঁথিতে লাল সিদুরের ছোয়া দিয়ে..
আগুনকে সাক্ষীর আসনে বসিয়ে
সম্পর্কের স্রোতে তোমায় বাধতে ;
নিজের দাবি করার ছলে,

তুমি ওদের বাধা দাওনি......
ওদের থেকে পালাওনি ;
তবু তুমি ওদের কখনোই হওনি.....
মেঘের প্রাচীরে থেকে,

ভেবেছিলে চাওয়া পাওনার হিসেব নিকেশ
ঠিক মিটিয়ে দেব.....
আমার কাছে সব স্বীকৃতীই পাবে...,

কিন্তু  
আমিতো কিছুই পারিনা ,
তাই....
বাচিয়ে রেখেছি তোমায় কবিতার খাতায় ........

ছন্দহীন কবিতার পাতায়,

অজস্র লাল আর কালো অক্ষরের মাঝে,


(July 27, 2013)