রঙিন কাগজ ছুড়েছিলাম আকাশে;
ঝরে পড়ল কাগজী টাকা হয়ে আমায়
অপমান করে,
তারপর..
খোলামকুচির মত টাকা উড়িয়েছি
রেসের মাঠে ঘোড়া ছুটিয়েছি,
জলন্ত বিড়িতে ছবি একেছি
ভিক্টোরিয়ার পাথরে....
আমার নাম 'পরে,
বাংলা খেয়ে ফন্দি এটেছি..
সন্ধি করেছি নিষিদ্ধতায়
জ্বলন্ত তারা খুঁজেছি মাঝ-রাত্রিরে,
না পেয়ে,
রক্ত... অনেক অনেক রক্ত চাষ করেছি
খোলা ম্যানহোলে,
ছাই ফেলেছি ভাঙা গারদে
রেললাইনের নষ্ট পাঁচিলে...
পিপড়ের ডিমে,
গা ঘেষে চলে যায় কিছু রাতকানা
সরীসৃপ,
তবু কেউ এলো না...
ছেঁকে ধরল না;
শরীরটা এখনো উষ্ণ নয়,
অবশেষ, কুকুরের সাথে বন্ধুত্ব করেছি
সোদা গন্ধ খুঁজবো বলে...
মাটির কত গভীরে !!
গাছটা এখনো আরও নির্লজ্জ
নগ্ন ভাবে দাড়িয়ে
ক্রমান্বয়ে আমার দিকে তাকিয়ে - ..