যেতে ইচ্ছে করে তোমার শহরে আবার ;
একগূচ্ছ গোলাপ বা গোলাপের
পুরো বাগিচা নিয়ে তোমার জন্য ,
ছোট নদী আজ আর নেই...
ওখানে জন্ম নিয়েছে কত নতুন রাস্তাঘাট ;
তার সাথে অংশগ্রহণে আরও সাজানো দোকানপাট,
তোমার বাড়িটা কী খুঁজে পাব
এত ভিড়ের ব্যস্ততায় !!
নীল বন্দরটা আজ একই আছে..
যদিও কোনও টাইটানিক আজ ওখানে নেই
ইনফ্যাক্ট কোনও জাহাজ ও আর আসেনা
পলি জমে জমে,
ওখানে জমানো কত সুখস্মৃতি..
তাড়া করে বেড়ায় জাহাজের
ঘরে ফেরার ডাকের মতই,
সেই সামান্য জলে আলতো পা ভিজিয়ে
আবার তোমায় খোঁজা,
এখনো মনে আছে..
রাজপথ পেরিয়ে তোমার বাড়ির গলিটা,
ওটা কী একই আছে না
সময়ের সাথে সখ্যতায়, ব্যস্ততার ভিড়ে
নিজেকে ক্রমশ আড়াল করেছে !!