তখন বারোটা ৩৬
বুকের মধ্যে হইচই..
বয়েসের খাতায় সবে উনিশে পা;
প্রেমিকার সাথে পুরানো
স্কুল..প্রাঙ্গণ
চেনা বন্ধুদের অচেনা মনে,
মন্ডপে প্রসাদ বিতরণ
আর কিছু উঁকি ঝুঁকি ও ঝাড়ি...;
সরস্বতী পুজো জমজমাট..
বা লালুর ভাষায় 'জমে ক্ষীর',
তখন ১টা পয়ত্রিশ..
সেবার
একটু রেলা নিয়ে কলেজে
বেশ কিছু হিরোগিরি ও খুচরো কয়েক
স্টান্ট,
আর একটা সাইরেন...
সময়ের নীলঘড়ি বারোটা
বাজিয়েছিলো হঠাত্ই,
দৃষ্টি তখন নিবন্ধিত প্রেমিকায়..
অভিমানে;
হয়ত আর হবে না দেখা
তাই এত মাথাব্যথা,
এখন ৮টা ৪০,
অফিসে যাওয়ার ব্যস্ততা..
প্রস্তুতি ঘড়ি ধরে;
স্কুল-কলেজর চেনা ভীড়
পাশ কাটিয়ে যায় গাড়িটা,
স্মৃতিগুলো এখনো আছে...
বেঁচে আছে অবুঝ মনের গোপন
কোণে,
দিনটা আজও আসে..
ফিরে ফিরেই আসে;
আছে...
ধুলো জমা কোনো ক্যালেন্ডারে ।
/৪-২-১৪/ ইন্সিগ্নিয়া