বছর যায় ....... দিন যায়
সময়ের চাকা অবিরত ঘুরে চলে
রাত কেটে যায়, আবার ভোর হয়
নতুন সূর্য ওঠে.....,

ক্যালেণ্ডার এর পাতা ওল্টাই
ঘুরে ফিরে আবার আসে সেই দিন ,
রোজ কত কি নতুন হয়....

স্মৃতিগুলো বড়ই অবাধ্য....... বেয়াড়া
কেন ফিরে ফিরেই আসে ??
কিন্তু.......,
তিন্নি তুই এখনো আসিস না

কেউ বলেনা.... আর খোঁজেও না
ওরা কি ভুলেই গেছে !!

কিন্তু আমি , আমি কি করে ভুলবো...
কবিতা লেখা..... বুঝতে শেখা
সবই তোর জন্য ....
এখনো বুঝিনা সব মানে

কেউ আর বোঝায়েও না মানে ধরে ধরে...

কোনও এক কোণে এখনো কীটস কেঁদে মরে
আর বলে... উইল-আই-অ্যাম !!

তোর লেখা ছিল সব অমৃত
তাই কি তুই আরও বড় অমৃতকুঞ্জের সন্ধানে ...
ফেরারী !!??

আর আমার লেখা ....সে সব তো বিষ...
গরল পান করে নীল হয়ে ....... যদি আবারো ফিরে যেতে পারি

নীল সভ্যতায়.........