দুপুরের খোলা রোদ এসে পড়ে হলুদ বাড়ির
চারতলার ছাদে,
ছাদ থেকে আসতে আসতে ৫০পা নেমে পৌছানো
সদর দরজায়...
খোলা বারান্দা পেরিয়ে,
ওখানে ঝুলন্ত এক মস্ত তালা...
আসে পাশের দরজার মতই,
যদিও চারপাশের সব তালাই বেশ নবীন
জটিলতায় আরও উন্নত.....
ফিজিক্স কেমিষ্ট্রী গুলে খেয়ে,
আরো বিবর্ণ তাতে সে...
রংচটা, মরচে ধরা শরীরে;
তবু, কর্তব্যে নেই কোনও খামতি
ফাঁকফোকর,
সে কিছুতেই জানাবে তার চাবির সন্ধান
আর কখনোই খুঁজে দেবেনা.... তুলে দেবেনা
বাঁধা রাখা সেইসব গুপ্ত সম্পত্তি
অনির্দিষ্ট গন্তব্যের সরলরেখায় আগত
চোরটিকে ।
{সেই তালাটির ছবি = http://www.cepolina.com/photo/object/lock/5/lock-fastener-old-rust.jpg }
[tarunyo 06-11-2013]
~~~~~~~~~~~~~~~তালা~~~~~~~~~~~~~~~~