আমার মধ্যবিত্ত চোখেরা স্বপ্ন দেখে রোজ,
রোজ রোজ আকাশ ছোঁয়ার কথা ভেবে....
তখন একটা 'শপিং মল'
ঝা-চকচকে,
উষ্ণতাহীন সহস্র সূর্যের দৃপ্তি নিয়ে
আকাশের গা ঘেসে....
যখন আমি সেখানে
বিমুগ্ধতার ছবি একে সারা শরীরে
অনেকের মতই 'মুগ্ধ-দর্শক' হয়ে
আমার এক জোড়া খালি চোখে,
সহসা গজানো ডানায় আমি উড়তে চাই
স্বর্গের সিড়িরুপি 'এসকেলেটারে'
পেরিয়ে যাচ্ছে এক এক তলা
আমার ভাসমান পা জোড়া.........
লাল নীল হলুদ সবুজ আরো আরো
রঙের মেলায় যেন আমি জন্মান্ধ;
উদ্দীপনায় হৃদয়ের ছোটাছুটি, হৈচৈ,
বিশ্বাস করুন,
ওদের ওপর খুব রাগ ওঠে
যারা দেখেনা আমার দিকে চোখ থাকতেও;
বা ক্রেতা হয়ে কিনেছে অনেক কিছু...
ইচ্ছে হয় এন্তার্সে বাংলা গালাগালি দিই
ভয় কী, আর কেউ বুঝবেনা যখন।
দোকানির ডাক নেই
নেই কোনো হাহাকার
দুঃখেরা যেন সংহারে,
পেরিয়ে গেছে যুগ
পেরিয়ে যাচ্ছে কাল
সভ্যতার পাশ কাটিয়ে........
থমকে গেছে....
থেমে গেছি শুধু আমি
নিতান্ত ভদ্রলোক হয়ে.......