সিম্পলই একজন মানুষের কথা বলছি
আপনার থেকেও যে বেশী সাধারণ..
হ্যা, আমার আপনার মতোই সে মোটা ফ্রেমের চশমা পড়ে
ডাটিতে যার লেগে আছে `বিংশ শতকের ধুলো`
তাড়া করে বেড়ায় একবিংশ শতক;
যা আছে অনুসন্ধিত্সু........
আমার মতোই যে ভগবানকে বিশ্বাস...মানে ভয়,
`এই হোলো অনিষ্ট` ভেবে যে 'এই এই' বার মন্দিরে পুজোও দেয়,
যার হাত কাটলে এখনো রক্ত পড়ে
তবু জানেনা কেন সবার রক্তের রঙ লাল.....
আর যে রক্ত মেশেনা কোনও বটগাছে
আর জন্ম নেয়নি
কোনও শিবলিঙ্গ ।
হতেই পারে সে মানুষটা আমি আপনি বা সে
যে জানেনা তার `মান-হুশ` আছে কিনা....
মানে সে মানুষ কিনা;
সূর্যের বিপরীতে কখনো দৃশ্যমান বা অদৃশ্য ছায়ার মতন ।