Recur / ঋ কার
_____________

কিছু  চেয়ার 'টেবিল' হয়েছিল
কেউ 'হাতঘড়ি' দেখেছিল
পাঁখি আকাশ ছুঁয়েছিলো,

'চকের গুঁড়ো' ব্ল্যাকবোর্ডের ওপর
কম্পাস 'দিকনির্দেশ' করেছিল...
নীল চোখ লাল লিপস্টিক আস্কারা দিয়েছিলো
সন্ধ্যের তারাও জেগেছিল যথাসময়,


তবু..
লক্ষ্যভ্রষ্ট নিয়তি এসেছিলো
পক্ষ্যাঘাতগ্রস্ত  'ঋ কারের' বেশে
আর মৃত্যু জানিয়েছিল
পা ভাঙা চেয়ার ও ল্যাপটপের ওয়েবক্যাম এ


/15-1-14/


http://en.wikipedia.org/wiki/Eternal_return

-----------------------------------------

প্রাত্যহিক বিবর্তনে চেয়ার
                             টেবিল হয়ে চায়
যে ভাবে `পাঁখি` ও আকাশ ছোঁয়
                                মোক্ষর কাছাকাছি বা মৃত্যুর,


কালো বোর্ডে সাদা চক...গুড়োরা
                                অধরা কথা গুনগুন করে,
সন্ধ্যে হতেই একটাই শো-
                       ওয়েবক্যামে সয়ে যায় নীল চোখ, লাল লিপস্টিক
                            কম্পাসের দিকনির্দেশে রয়ে যায় রোজকার আস্কারা
                                                                   আজ কিছু একটা অঘটন........

    
কিন্তু মোক্ষ বা মৃত্যু কিছুই আসেনা
                             নিয়তি লক্ষভ্রষ্ট হলে শরীরে চিহ্ন রেখে যায়
ঠিক যে ভাবে চেয়ারের পা ভাঙে
                            শরীরে মৃত্যু হয় আত্মার,

হার্ড-ডিস্ক সেভ থাকা যে স্মৃতি ফিরে ফিরেই... মাউস ক্লিকে    
                                   কখনো পক্ষ্যাঘাতগ্রস্ত  'ঋ কার হয়ে
                
               তবু অঘটন, ধর্ষন না নিয়তি কেউ কিছু জানে নি

খালি চোখে ল্যাপটপের ওয়েবক্যাম যা দেখেছে, জানে এখনও ।