ভীষণ মিস করছি স্কুল লাইফটা
অকারণ বকবক
ক্লাসের বাইরে নীলডাউন
কারণ অকরণের সেই ঝগড়া
কারোর পক্ষ নিয়ে অন্যকে ঘুষি
আর হাতে পাওয়া জলজ্যান্ত এক রেড কার্ড,
মনে পরছে.. ক্লাসের শেষ রোলকল...
একটু অন্যমনস্ক তাই উড়ে আসা চকের ঠোক্কর মাথায়;
বলার ইচ্ছে ছিল.. " সরি স্যার, একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম,
বুঝিনি মনটা কখন পালিয়েছে জানলার বাইরে ওই মেঘের সাথে,
আসলে ওদের মতোই শুভ্র আমি,
উড়তে চাই অনেক উচুতে..
ভেজাতে চাই সকলের মন বৃষ্টির জলে..
শান্তির রিমঝিম বৃষ্টিতে, "
বলা হয়নি তাই, সবাই খুঁজছে,
খুঁজে নিয়েছে নিজেদেরকে
আরও ব্যস্ততার সংসারে..
কৃত্রিমতার দামী মোড়কে,
আর আমি এখনো এক ল্যাম্প পোস্ট
হয়ে দাড়িয়ে..
অসংখ্য জোরালো এল.ই.ডি লাইটের
মাঝে..
আরও পুরানো হলুদ বাতি জ্বেলে,
কখনো আলো জ্বলে বা জ্বলেনা...
সেই ল্যাম্পপোস্টে
শরীর ঢাকছে ক্রমশ বেড়ে ওঠা
শ্যাওলায়
তবু ভিড় করে থাকা আলোকপোকার
ঘেরা ছায়ায়,
পূর্ণিমায় ...;
এখনো পথ চিনিয়ে যাচ্ছি
কোনও অনাগত অ-তিথি কে........
পুরানো ল্যাম্পপোস্ট হয়ে দাড়িয়ে ~
(tarunyo 1/10/2013)