পরীক্ষা নামের আদিখ্যেতা আর
ভালো লাগেনা..
ডাক্তারী ছেড়ে দেব বস,

সূচ আর সেফটিপিন
বড়ই বেহায়া
ফিনকি দিয়ে রক্ত ছেটায়;
কেউ টিপসই দেয়,
কারা তিলক কেঁটে যায় !!

ঘরের ভিতর ঘর...
চেম্বারে বড্ড ভিড়;
জুয়ারী মাতাল কেষ্টদা
দন্ত চিকিত্সক, কবি
কে নেই !!
সিড়িতে অবাধ যাতায়াত..
সবটাই আনুসাঙ্গিক বা
সঙ্গীহীন অজস্র ওঠানামা

যেমন......
মনের ভিতর মন
মুখোশের মধ্যে মুখ
চোখঢাকা সানগ্লাস;
সাপের ছেড়ে যাওয়া খেয়ালী
খোলসে পা
শরীর পোশাকের দূরত্বতা
রক্তে ভাইরাসের নিমগ্নতা,

সর্বনামের কাঁঠালি কলা হয়ে
ভালো-লাগছেনা এই আদিখ্যেতা..
সবজান্তা বিশ্বলোচন শর্মা হয়ে
আর নেবোনা পরীক্ষা........

চাকরীটা ছেড়ে দেব ভাবছি ।