স্বেচ্ছাচারী সময়ে জিজীবিষার মতো
কুমারীর কাছে এক একটি বিকেল আসে
জন্মাধিকার নিয়ে;
সিড়িতে অসংখ্য ছায়াপথ..আজানুলম্বিত,
নক্ষত্র ও আগুনের সমাহার,
গোপন সিন্দুকে বন্ধ থাকে সব ভালোবাসার ঋণ,
হঠাত্ ভূমিকম্পে যেন
সব স্বর্গের সিড়িরা ভেঙে যায়
হ্রেষাধ্বনিতে হেসে ওঠে পড়ন্ত পাথরেরা সব
ফাটোলে দেখা দেয় প্রাচীন অশ্বথ্বের চারা
দেওয়ালে রক্তছোপ,
ভিক্ষাজিজ্ঞাসা নিয়ে জীবন;
আসে কুমারীর কাছে
প্রতি শেষ বিকেলে ।