পথের ধারে "বিষকন্যা"
_______________

যেতে যেতে হটাতই চোখে পড়ে
বিবর্ণ পাথরে জড়ানো এক ধুসর ব্যাগ;

তার ছেড়া পাতায় লেখা  - " তুমি বিষকন্যা,
পান করছো মোর রক্তধারা লাল সুরার ন্যায়
সুরাপাত্রের নিঃস্ব ঝংকারে ,

অমৃতের সন্ধানে ফিরে ফিরে
আমি একেলা;
অমৃত কুঞ্জে তোমায় পেয়ে,
সব যন্ত্রনায় আলিঙ্গন করে, "

(কিছু অনন্ত দিনলিপির পরিক্রমা)

তার কিছু পর - "দিনঅন্তে বিসর্জিত রবির ন্যায়
পড়ে থাকা নিশিথে
গঙ্গাবক্ষে মাঝির ন্যায়
ঘরে ফেরার অবিরত ইচ্ছের মত,
নিশীথ চোখের ছায়ায়;
এক অমোঘ আবছায়া আকর্ষণে
তোমার নিশিযাপনের সঙ্গী হয়ে
শেষ রক্তবিন্দুর উষ্ণতায় তোমায় ভালোবেসে..

(আর উপলব্ধি)

অনন্ত রূপে,
কামনা বাসনার চিরায়ত আগুনে জ্বলছো
আর অঙ্গারের মত পোড়াচ্ছ সবাইকে,

তোমার হৃদয়ে ভালোবাসা নেই
চোখে নেই কোনও প্রতারনা
শুষ্ক কাঠগোলাপ তোমার চাই না,
বরং,
অনেক নির্মেদ লাল রক্তকণার পানীয় তোমার চাই
তোমার সুরাপাত্রে..

তুমি বিষকন্যা ।"