সেই পথে (A walk to Remember )
------------------------------------

সেই স্বপ্ননীল পথে......
স্বর্ণপর্ণী পাতা যার পথে ঘাটে.....

সেখানে এখনো খুঁজে বেড়াই
রাজবেশ পরিহিত স্বর্নালী স্মৃতির মেদুরতা.....,

সবাই বাড়ি ফেরে ....অচিনপুরে ,
গোধূলিকালের সেই ছায়াপথ আজও ডাকে.....

ডাকে আমাকে ,

সস্তার ফেরি হাতে
ফিরি এখনো  সেই পথে ........

সব দোরে দোরে..........


যদি এখনো খুঁজে পাই... পেয়ে যাই তোমাকে

সব বিরহের প্লাবন পেরিয়ে

এই পথে আবার    ।