পথ গেছে বেকে...
--------------------
সোজা পথটায় কোনও ধাধা ছিল না..
তবু বেরিয়ে পড়েছি কোনও এক পথে ..
পথ হারানো আজ আমার লক্ষ্য নয়..
খুঁজে পেতে হবে সেই পথটাকে,
এইভাবে শ্যামবাজার ৫ মাথার মোড়ে এসে দেখি
কিছু পথ গেছে বেকে ...
আর কিছু পথ ঘোলাটে ,
পেছনে ছেড়েছি চেনা গন্তব্য
বাদিকের পথটা মৃত্যুর..
কেউ ওখানে পুনর্জীবন ও পায়
ডানদিকের পথটা চলে গেছে কলেজ পেরিয়ে আরও অনেক দূর
ওখানেই শুরু কিছু অনাবিল বন্ধুত্বের ,
.. যা ছড়িয়ে সবাই ছুটছে এক নির্দিষ্ট বা অনির্দিষ্ট লক্ষ্যে ,
এক অজানা রেসে..
কোনও ক্লান্তি নেই এই ছোটায় ..
জিততেই হবে ... কিন্তু ওই পথটাই আজ সব থেকে বেশি বিবর্ণ,
আর এই সোজা পথ, যেটা চলে গেছে সব আত্মীয়দের ঘর পেরিয়ে...
উঠে গেছে স্বর্গে
সেখানেই রয়েছে সব অবদমিত ইচ্ছেগুলো
রঙিন কাগজের মোড়কে ।
------------------- -April 25,
------------------------- --2013
------------------------- --- Înšigniã