জন্ম মৃত্যুর ইতিবৃত্ততা বয়ে চলা
অলস সময়ে..
চিরঞ্জিত সময়ের অলিক কল্পনায় ,
জন্মের প্রাক্কালে এক গভীর নিদ্রা ,
এক লালিমালিপ্ত মায়াবী চোখের ভাষায়
বেচে থাকার আকুলতা..
মেঘ হয়ে
দিগন্ত প্রসারিত হয়ে ভেসে চলা..
বেলাক্ষণের সূর্যকে ডাকা
একটু উষ্ণতার খোজে ,
সব স্বপ্নের শেষ স্বভূমিতে অধিকার
ভাগ্যের ছলনায় ।
**************************************
ক্লাস 11 এ লেখা,আজ এখানে আবার লিখলাম