সময় বলে ...
--------------
সময় এসে বলে
"এই তোর হাতে নাকি একদম আমায় রাখিসনি ,
সবাই বলছে !!
এতদিন জানতাম তোর দুটো হাত আছে ,
আর অনির্দিষ্ট অসংখ্য কিছু হাত কোথেকে
জোগাড় করেছিস !!
ওগুলো অদৃশ্য বটে.. বাকি সবার থেকে ,
তোর তো এক জোড়া পা ও আছে...
হাতে না পারিস , পাতে রাখ আমায় ;
তাহলে আমার দেবত্ব প্রাপ্তি হবে...
আর আবার তুই মানুষ হবি "
-------
--------
-----------Înšigniã