(১)
হলদে স্কার্ফ উড়ে যাচ্ছে .....
তিনতলা বাড়ি পেরিয়ে
নিজের আমিত্ব খুইয়ে,

প্রিন্স তাকে দেখা দেয়নি...
তার আর প্রিন্সেস সাজা হবে না,

(২)
শ্যামবাজারের শশীবাবু রোজ শসা কিনত....
এখন আর পারেনা .... বাতের ব্যথায় চড়ে
ঘুরে ঘুরে বাজার করতে,

তার একমাত্র সম্বল নাতনী ‘অ..’
এমবিএ শেষে মাল্টি টাস্কিং এ,

বৌবাজারের বিপিনবাবু ভালোই ছিল রোজগেরে
পাড়ার দাদা..... বিপিদা হয়ে মস্ত কারবারে ,

সময় পেরিয়েছে
এখন কেউ পোছে না তাকে....
বরং চেনে তার নাতি ‘অ’কে পাড়ার বস হিসাবে,

(৩)
হলদে স্কার্ফটা অনেক উড়েছে ....অনেক ঘুরছে
বাক ঘোরানো নীল বাড়িটার সামনে থমকে দু মিনিট....

মনে পড়ল সে বেশ কিছুকাল ‘অ..’ এর ছিল,
সেই হয়তো উড়িয়ে দিয়েছে তাকে নতুন পথে
আবারও চলা, ওড়া শুরু করল .....

(8)
এদিকে মুক্ত বাতাসের প্রাঙ্গণে বেশ খুশি ‘অ’
বাড়ির দমবন্ধ পরিবেশ .... পাড়ার বস হয়ে থাকতে আর ভাল লাগেনা,

একটা বিবর্ণ হলদেটে স্কার্ফ খসে পড়ল তার গলায়...
হাতে নিয়ে....দেখল ‘অ’,  
তার হাত রক্তে লাল......
কিন্তু কার অজানা অচেনা রক্তে !!

আর স্কার্ফ, সেটায় তো কোনও রক্ত... রক্তের দাগ নেই....
তাহলে !!

(৫)
স্কার্ফটার খুশি আজ অপরিসীম.....
আজ সে আবার প্রিন্সেস হবে  ।


-----------------------------x-------------------------------