^ তোমার সাথে এখনো খাওয়া হয়নি
ঘি ভাত
একসাথে পেরোয়নি কোনো
পার্কের ছাদ ^ ,
< বইপাড়ায়
কবিতার দোকানে বড্ড ভিড়
সবাই খোজে 'নীরা' কে
আর আমি তোমাকে .. >
* ফেসবুক এ কাল তোমার স্টেটাস আপডেট হবে
আর আমার ভবিষ্যত
সে তো তোমার হাতে ..*
% রয়ে যাব কত শতো যতি চিহ্নের মাঝে
হয়ত কোনো কমা হয়ে % ,
= তবু কেউ জানবেনা হয়ত
রয়েছ তুমি হৃদয়ের মাঝে
একাকী সাঝে ... =