এক চিলতে রোদ্দুর পেরিয়ে
কিছু ভাঙা দেওয়াল...

স্যাতস্যাতে গলি পেরিয়ে
মাছের বাজার ,

আধখোলা ছাতায় চার আনার সংসার
দু আনা চলে গেল পান্তা আনতে ,

নুনের খোজ আর কে করবে !!