গল্পের অভাবে উপন্যাস লেখা হল না

শব্দের অভাবে ... তোতলামিতে
কোনও বাক্য রচনা হল না,

অখণ্ড শব্দগুলো খেলা করছে বিছানাতে
আর নিজেরা সমানে খন্ডিত হচ্ছে মেঝেতে ,

নিদ্রার আবির্ভাবে দৌড়ানো গেল না
জীবনটা গতিময় হল না ,

বৃষ্টির অভাবে পাতাগুলো হয়নি
সবুজ ...
রয়েছে বিবর্ণ বেশে হয়ে
অবুঝ ,

হঠাত্‍ চারিদিকে রঙিন ধোয়ার কুণ্ডলী আর সাথে
ঢাকের বিমর্ষ চিত্কার ....

আজ কী বসন্ত উত্সব না দেবীর অকাল বোধন !!