তোমায় দেখেছি বলে তাকায়নি
আর কোনো দিকে
তোমায় চিনেছি বলে
নিবেদিত এই প্রাণ ,
তোমায় আবার দেখব বলে
ভুলে কালো রোদ চশমাটাও পড়িনি..
বেরিয়ে পরেছি আবার সেই
ধুলোবিছানো পথে ,
খুজেছি সেই পথের আকে বাকে ..
অনুভব করেছি তোমার ঘ্রান
তবু চিনতে পারিনি এখনো..
কালো রোদ চশমাটার ফাকিতে ।
++++++++++++++++++++++++++++++++++++
৯/০৫/১১ তে লিখেছিলাম..এখানে আবার